টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যুবক হত্যার অভিযোগে নিহতের স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত শুক্রবার কালিহাতী ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নিহত ইমান হোসেনের স্ত্রী ও উপজেলার দেউপুর এলাকার জহিরুদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (২১), পরকীয়া প্রেমিক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার হাবিবুর রহমানের ছেলে সবুর খান বাবু (২০) ও ভাড়াটিয়া খুনি পাবনার ভেড়া উপজেলার মোহনগঞ্জ এলাকার জালাল মিয়ার ছেলে জনি শেখ (২৫)। নিহত যুবক উপজেলার দুর্গাপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
মামলার পর অভিযুক্ত স্ত্রী খাদিজা আক্তার ও পরকীয়া প্রেমিক সবুর খান বাবুকে কালিহাতী ও ভূঞাপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে এবং ভাড়াটিয়া খুনি জনি শেখকে ভূঞাপুরের গোবিন্দাসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানা যায় পরকীয়া প্রেমের কারণে খাদিজার পরামর্শেই ইমান হোসেনকে হত্যা করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে কলাবাগানে ফেলে রাখা হয়।