হোম > অপরাধ > ঢাকা

ট্রেনে ডিম বিক্রি করেন তিনি, আসলে মাদক পাচারকারী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ট্রেনের বগিতে লাল বালতি হাতে ঘোরা যুবককে দেখে কারও সন্দেহ হওয়ার কোনো কারণই নেই। ট্রেনে বালতিতে করে সেদ্ধ ডিম বা চানাচুর বিক্রেতার মতোই একজন সাধারণ হকার তিনি। কিন্তু আসলে তাঁর বালতিতে থাকত ফেনসিডিল! দীর্ঘদিন ধরেই এ অপরাধ করে যাচ্ছিলেন তিনি। অবশেষে রেলওয়ে পুলিশের জালে ধরা পড়লেন। আটক যুবকের নাম করিম মিয়া (২৩)। 

ট্রেনে ডিম বিক্রেতা সেজে মাদক পাচার করছিলেন করিম মিয়া। গতকাল শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বালতিতে ছিল ভারতীয় কাফ সিরাপ ও ফেনসিডিল। 

পুলিশ জানায়, সিলেট জেলার কোতোয়ালি থানার আম্বরখানা গ্রামের হানিফ মিয়ার ছেলে করিম মিয়া। বর্তমানে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। আর অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে বালতিতে করে হকার সেজে মাদক পাচার করে আছেন। 

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলস্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে ডিম বিক্রেতা করিম মিয়াকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ডিমের বালতি তল্লাশি করে ৭ বোতল ফেনসিডিল ও ২৮ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিম মিয়া দীর্ঘদিন ধরে ডিম বিক্রেতা সেজে মাদক পাচারের কথা স্বীকার করেছেন। আজ সকালে মাদক আইনে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির