Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস: ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, খালাস ১১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস: ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, খালাস ১১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রায় দেন। 

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই মামলার ১১৪ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। 

আসামি পক্ষের আইনজীবী বাবলুর রহমান রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে রাজধানীর শাহবাগ থানায় করা এই মামলায় অলিফ কুমার বিশ্বাস, আইয়ুব আলী বাঁধনসহ সাতজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্য তিনজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

২০২২ সালের ৩ জানুয়ারি ১২৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। 

২০১৭ সালে দেশব্যাপী ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বেড়ে যাওয়া পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৯ অক্টোবর মধ্যরাতে গণমাধ্যমকর্মীদের দেওয়া কিছু তথ্যের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও অমর একুশে হলে অভিযান চালায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

এ সময় গ্রেপ্তার হন আব্দুল্লাহ আল মামুন ও মহিউদ্দিন রানা নামে দুই শিক্ষার্থী। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরীক্ষার হল থেকে গ্রেপ্তার হন ভর্তি হতে ইচ্ছুক পরীক্ষার্থী ইশরাক হোসেন রাফি। তাঁদের দেওয়া তথ্য ও হলের অন্যদের জিজ্ঞাসাবাদে সিআইডি জানতে পারে, প্রশ্ন ফাঁসের এই ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমীর, মিজান, আজাদ, ওমেগা কোচিংয়ের তন্ময়, মাইলস্টোন স্কুলের প্রাক্তন ছাত্র সুব্রত জড়িত। এই সংঘবদ্ধ চক্রের দেশব্যাপী নেটওয়ার্ক রয়েছে বলেও জানতে পারে সিআইডি। 

এ ঘটনায় ২০১৭ সালের ২০ অক্টোবর শাহবাগ থানায় সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। 

মামলাটি তদন্ত করেন পুলিশের সাইবার তদন্ত ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার দাস। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

তদন্ত শেষে দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। ১০৪ জনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় সবাইকে খালাস দেন। 

অন্যদিকে ১২৪ জনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৯ সালের ২৩ জুন এই অভিযোগপত্র দাখিল করা হয়। সেই ১২৪ জনের মধ্যে ১১৪ জনই খালাস পেলেন।

সাগর–রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিবি

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

কাপাসিয়ায় সরকারি ওষুধ মজুত করে নষ্ট করায় তদন্ত কমিটি গঠন

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স

গাজীপুরে তিন হত্যা মামলায় আওয়ামী লীগের ছয় নেতার হাজিরা

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পিছিয়ে ৬ মে

ইটনায় মাছ ধরা নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে তরুণ নিহত

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বনানী থেকে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎