নড়াইলের লোহাগড়ায় ফেনসিডিল রাখার দায়ে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রায় ১১ বছর আগেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশের পদ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন তিনি।
গতকাল শনিবার রাত ৮টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
সাবেক ওই পুলিশ সদস্যের নাম মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (৫০)। তিনি লোহাগড়া উপজেলার রামপুর গ্রামের হাসিব বিশ্বাসের ছেলে।
পুলিশ বলছে, শনিবার রাতে লোহাগড়া পৌরসভার নিরিবিলি পিকনিক স্পটের পাশের রাস্তায় দুই বোতল ফেনসিডিলসহ আটক হন চাকরিচ্যুত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক। মাদক সেবনের পাশাপাশি ব্যবসার উদ্দেশ্যে ফেনসিডিল মজুত করেছিলেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকারোক্তি দেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত মোস্তাকের বিরুদ্ধে থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। ২০১২ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি।’