হোম > অপরাধ > ঢাকা

মেয়েকে জুস কিনে দিয়ে বাড়ি ফিরেই আত্মহত্যা করলেন বাবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মেয়েকে জুস কিনে দিয়ে বাড়ি ফেরেন বাবা আবু বকর সিদ্দিক (২১)। এরপর স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি বলতে পারছে না কেউ। আজ বুধবার বেলা ১১টায় ফতুল্লা থানার কুতুবআইল এলাকার ইরান টেক্সটাইলের পেছনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আবু বকরের বাবার নাম মাজেদ আলাদার। তিনি হ্যালো ভিশন নামে একটি ইন্টারনেট কেবল কোম্পানিতে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আবু বকর একটি ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে চাকরি করতেন। আয়েশা নামে তাঁর একটি মেয়ে আছে। বুধবার সকাল ১০টায় মেয়েকে নিয়ে দোকানে যান তিনি। সেখান থেকে জুস কিনে দিয়ে বাসায় ফেরেন আবু বকর। এ সময় তাঁর স্ত্রী ঘরের বাইরে ছিলেন। বেলা ১১টার দিকে আবু বকরের স্ত্রী বাড়ি ফিরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রাশেদ বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ধারণা করছি তিনি মাদকাসক্ত ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ

ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে