হোম > অপরাধ > ঢাকা

বিয়ের প্রলোভনে পোশাক শ্রমিককে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভনে পোশাকশ্রমিক এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে আমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আমিনুল ইসলামের (২৭) বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালা পাড়ায়। তিনি শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় জনৈক ফজর আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

ভুক্তভোগী পোশাক শ্রমিকের (১৬) বাড়ি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। তিনি শ্রীপুরে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি অভিযুক্ত আমিনুল ইসলাম বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই তরুনীকে ধর্ষণ করে। 

এরপর থেকে ভুক্তভোগী পোশাক শ্রমিক অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে না করে অভিযুক্ত গা ডাকা দেয়। 

মামলার বাদী ভুক্তভোগী পোশাক শ্রমিকের বোন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোনকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর আমার বোন তাকে বিয়ের জন্য চাপ দিলেও সে বিয়ে না করে পালিয়ে যায়। এরপর আমি গত ২৪ জানুয়ারি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক কুদ্দুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের ঘটনার আসামি আমিনুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫