Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ ও যাত্রীদের ভিড় থাকলেও ভোগান্তি নেই

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ ও যাত্রীদের ভিড় থাকলেও ভোগান্তি নেই
ফেরিতে উঠছে যানবাহন। ছবি: আজকের পত্রিকা

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শুক্রবার সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে। তবে ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে পার হতে পারছে মানুষ ও যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে ঘাট এলাকায় যানজট না থাকায় স্বস্তিতে নদী পার হচ্ছে।

রাবেয়া পরিবহনের যাত্রী পুতুল আক্তার বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদ্‌যাপন করেছি। তবে বেশি আনন্দ লাগছে নৌপথ ও সড়কে কোনো ভোগান্তি নেই। আমরা এমন ঈদযাত্রা আশা করব আগামীতেও।’

এক পরিবহনের সুপারভাইজার আলম শেখ বলেন, ‘এত মজার ঈদযাত্রা, বলে বোঝানো যাবে না। যাত্রীরা খুশি, আমরাও খুশি। কোনো ভোগান্তি নেই।’

মাগুরা থেকে আসা কাওসার হোসাইন বলেন, ‘খুব খুব ভালো পরিবেশ ছিল সড়ক ও ফেরিঘাটে। কোনো প্রকার ভোগান্তি ছাড়া ঈদের আগে বাড়িতে গিয়েছি, এখন ভোগান্তি ছাড়া কর্মস্থলে ফিরছি।’

আনিসুর রহমান বলেন, ‘এবারই প্রথম ভোগান্তি ছাড়া ঈদে বাড়িতে ফিরেছি, আবার কর্মস্থলে ফিরছি। আমাদের চাওয়া, প্রতি ঈদে যেন এমন পরিবেশ থাকে।’

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘আমরা যাত্রীদের নিরাপত্তায় সজাগ আছি। যাত্রীদের নিরাপত্তায় রাতে টহল, দিনে টহল অব্যাহত রেখেছি। ফেরিতে যাত্রীরা যেন ছিনতাই বা হয়রানির শিকার না হয়, সেদিকেও আমরা নজর রেখেছি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌ-রুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’

প্রবাসী ভাইকে দেখতে বাড়ি আসা ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছাত্র নামের দুষ্কৃতকারীরা বর্বরোচিত হামলা চালিয়েছে, সাইনবোর্ড খুলে নিয়েছে: সিটি কলেজের অধ্যক্ষ

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

মেঘনা আলমের সহযোগী দেওয়ান সমির আবার রিমান্ডে

ওসির ‘ঘুষ চাওয়ার’ কথোপকথনের অডিও ফরেনসিক যাচাই হবে: গাজীপুরের এসপি

কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বুয়েটে বিক্ষোভ

সাগর–রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিবি

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

কাপাসিয়ায় সরকারি ওষুধ মজুত করে নষ্ট করায় তদন্ত কমিটি গঠন

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স