হোম > অপরাধ > ঢাকা

অতিথিকে নিয়ে এক কক্ষে ঘুম, সকালে কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার চটলার মাঠ এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা বলছেন, রাতে কবিরাজের সঙ্গে এক অতিথি ঘুমিয়েছিলেন। সকালে ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাঁর গলাকাটা লাশ দেখা যায়। ঘটনার পর থেকে ওই অতিথির খোঁজ পাওয়া যাচ্ছে না।

আল আমিন শেখ (৪৮) পিরোজপুর জেলার দক্ষিণ পুকুরিয়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। তিনি কবিরাজি করতেন। এর আগে জাহাজের বাবুর্চির কাজ করতেন। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ধর্মগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই আলিম শেখ বলেন, তিন বছর আগে জাহাজে চাকরির সময় হাফেজ মাস্টার নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ভাইয়ের পরিচয় হয়। হাফেজ মাস্টার প্রায়ই তাঁর ভাইয়ের বাড়িতে আসতেন এবং রাতে থাকতেন।

গতকাল বৃহস্পতিবার রাতেও হাফেজ মাস্টার বাসায় এলে তাঁর ভাইয়ের সঙ্গে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকির পরও না উঠলে দরজা ভেঙে আল আমিনের গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। ঘটনার পর থেকে হাফেজ মাস্টার পলাতক। 

ফতুল্লা থানার ওসি নূরে আযম মিয়া বলেন, হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ কাজ করছে।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫