Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. রুহুল আমিন শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কমলাপুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে পূর্ব বাসাবো এলাকায় থাকতেন। ঢাকার পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তারক্ষী ছিলেন তিনি।

নিহত রুহুল আমিনের ছেলে মো. শাকিল জানান, তাঁর বাবা কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর রুটের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পথচারী ও পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. শাকিল আরও বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেছেন।

আজ বুধবার আজকের পত্রিকাকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় বাসটির চালক মোহন ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ফতুল্লায় আগুনে পুড়ল জুটের গুদাম ও গেঞ্জির কারখানা

টাঙ্গাইলে ছিনতাইকারীদের কোপে আহত অটোচালকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, শ্রমিক নিহত

শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাবি-বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ ব্লকেড

ওবায়দুল কাদেরের ভাগনে আলী হায়দার ৩ দিনের রিমান্ডে

শিক্ষার্থী পারভেজ হত্যায় আরও এক আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার