হোম > অপরাধ > ঢাকা

গোসাইরহাট আ.লীগের সভাপতির নামে ভুয়া ফেসবুক আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ 

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুয়া আইডি থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন মানুষের কাছ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। এ ভুয়া আইডির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাহজাহান সিকদার। 

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহজাহান সিকদারের নামে ফেসবুকে যে আইডি খোলা হয়েছে সেখানে তাঁর পুরোনো কয়েকটি ছবি ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা। প্রোফাইল ফটোতে তাঁর পুরোনো একটি একক ছবি ও কাভার ফটোতে তিন কন্যাসহ তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। এর আগেও ফেসবুকে তাঁর নামে একাধিক ফেসবুক আইডির উপস্থিতি দেখা গেছে। 

এর আগে শাহজাহান সিকদারের পরিচিতজনেরা তাঁর নামে ফেসবুক আইডি খুলে দেয়। কিন্তু তাঁর নিজের মোবাইল হারিয়ে যাওয়ায় পুনরায় নতুন মোবাইলে আইডি খুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে শাহজাহান সিকদার বেশ কয়েক দিন ধরেই অসুস্থ অবস্থায় রয়েছেন। এ অবস্থায় তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সুনাম ক্ষুণ্ন করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। 

এ বিষয়ে মোবাইলে শাহজাহান সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বেশ কয়েক দিন ধরেই অসুস্থ। আমার নাম ও ছবি ব্যবহার করে কারা কী করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। ভুয়া ফেসবুক আইডির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করার বিষয়ে আমি আমার পরিবারের লোকদের সঙ্গে কথা বলব। এরপর যা করার তা করা হবে।’ 

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫