হোম > অপরাধ > ঢাকা

পরীমণির অভিযোগের তদন্ত করবে ঢাকা বোট ক্লাব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানী থেকে আব্দুল্লাহপুর হয়ে যেতে হয় বিরুলিয়া। প্রধান সড়কের পাশেই ঢাকা বোট ক্লাবের অবস্থান। গত ৯ জুন দিবাগত রাতে এই ক্লাবেই নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেছেন জনপ্রিয় নায়িকা পরীমণি। বিষয়টি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর গতকাল রোববার দিবাগত রাতে সংবাদ সম্মেলনে নাম উল্লেখের পরই আলোচনায় এসেছে শৌখিনদের এই ক্লাব।

আজ সোমবার সকাল থেকেই গণমাধ্যমের চোখ ক্লাবের দরজায়। যদিও ক্লাব এখন তালাবদ্ধ। কোনো নোটিশ ছাড়াই ক্লাব বন্ধ হওয়ায়, ফিরে গেছেন বোটিং করতে আসা সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া ভেতরে সবার প্রবেশ নিষেধ। যাঁরা ক্লাবে আসছেন তাঁদের সবাইকে এ তথ্য দিচ্ছেন ক্লাবের সিকিউরিটি সুপারভাইজার হৃদয়।

ধীরে ধীরে ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুর দেড়টার দিকে কথা বলতে আসেন ক্লাবের বর্তমান নির্বাহী কমিটির সদস্য বখতিয়ার আহমেদ খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘এমন একটি ঘটনা আমরা কখনোই আশা করি নাই। পরীমণি একজন সম্মানিত অভিনেত্রী।’ সে রাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে, নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ক্লাবের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আরও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে ৯ জুন ঘটনার দিন রাত ১১টায় ক্লাব বন্ধের নিয়ম থাকলেও গভীর রাতে নাসির উদ্দিনসহ আরও লোকজনের অবস্থানের কারণ জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি বখতিয়ার আহমেদ। সিসি ক্যামেরায় কী দেখা গেছে, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখন পুলিশের তত্ত্বাবধানে আছে।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন