হোম > অপরাধ > ঢাকা

স্কুলব্যাগে ভরে কুরিয়ার সার্ভিসে এল ৫০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্কুলব্যাগে ভরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেলের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা মতিঝিল এলাকার ব্রাঞ্চে এসেছে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান। এই চালান ঢাকায় আনার সঙ্গে যুক্ত মো. সাইফুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

চালান জব্দ ও একজন গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান। 

মেহেদী  বলেন, আজ (শুক্রবার) রাত আটটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীসংলগ্ন ৫ নম্বর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সাইফুলকে সঙ্গে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চলছে। 

অভিযানের নেতৃত্ব দিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোপন সংবাদ পাই, চট্টগ্রাম থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫০ হাজার পিস ইয়াবার চালান আসছে ঢাকায়। আমরা প্রথমে ঢাকায় এই চালান যে গ্রহণ করবে তাকে খুঁজে বের করি। খোঁজ নিয়ে জানতে পারি, যে চালান গ্রহণ করবে তার নাম সাইফুল। প্রথমে আমরা তাকে আটক করে এই কুরিয়ারে নিয়ে আসি। তার মাধ্যমে ইয়াবার চালানের পার্সেলটি গ্রহণ করি। পার্সেল খুলে দেখি স্কুলব্যাগে করে বিশেষভাবে ৫০ হাজার ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এরপর সাইফুলকে গ্রেপ্তার করে আমরা তাকে জিজ্ঞাসবাদ করি।’

সাইফুলের থেকে পাওয়া তথ্য নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই এলাকায় অভিযান পরিচালনা করছেন বলে জানান এই কর্মকর্তা।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন