নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্কুলব্যাগে ভরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেলের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা মতিঝিল এলাকার ব্রাঞ্চে এসেছে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান। এই চালান ঢাকায় আনার সঙ্গে যুক্ত মো. সাইফুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চালান জব্দ ও একজন গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান।
মেহেদী বলেন, আজ (শুক্রবার) রাত আটটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীসংলগ্ন ৫ নম্বর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সাইফুলকে সঙ্গে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চলছে।
সাইফুলের থেকে পাওয়া তথ্য নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই এলাকায় অভিযান পরিচালনা করছেন বলে জানান এই কর্মকর্তা।