Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

স্কুলব্যাগে ভরে কুরিয়ার সার্ভিসে এল ৫০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্কুলব্যাগে ভরে কুরিয়ার সার্ভিসে এল ৫০ হাজার ইয়াবা

স্কুলব্যাগে ভরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেলের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা মতিঝিল এলাকার ব্রাঞ্চে এসেছে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান। এই চালান ঢাকায় আনার সঙ্গে যুক্ত মো. সাইফুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

চালান জব্দ ও একজন গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান। 

মেহেদী  বলেন, আজ (শুক্রবার) রাত আটটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীসংলগ্ন ৫ নম্বর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সাইফুলকে সঙ্গে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চলছে। 

 অভিযানের নেতৃত্ব দিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোপন সংবাদ পাই, চট্টগ্রাম থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫০ হাজার পিস ইয়াবার চালান আসছে ঢাকায়। আমরা প্রথমে ঢাকায় এই চালান যে গ্রহণ করবে তাকে খুঁজে বের করি। খোঁজ নিয়ে জানতে পারি, যে চালান গ্রহণ করবে তার নাম সাইফুল। প্রথমে আমরা তাকে আটক করে এই কুরিয়ারে নিয়ে আসি। তার মাধ্যমে ইয়াবার চালানের পার্সেলটি গ্রহণ করি। পার্সেল খুলে দেখি স্কুলব্যাগে করে বিশেষভাবে ৫০ হাজার ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এরপর সাইফুলকে গ্রেপ্তার করে আমরা তাকে জিজ্ঞাসবাদ করি।’

সাইফুলের থেকে পাওয়া তথ্য নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই এলাকায় অভিযান পরিচালনা করছেন বলে জানান এই কর্মকর্তা।

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ফতুল্লায় আগুনে পুড়ল জুটের গুদাম ও গেঞ্জির কারখানা

টাঙ্গাইলে ছিনতাইকারীদের কোপে আহত অটোচালকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, শ্রমিক নিহত

শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাবি-বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ ব্লকেড

ওবায়দুল কাদেরের ভাগনে আলী হায়দার ৩ দিনের রিমান্ডে

শিক্ষার্থী পারভেজ হত্যায় আরও এক আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার