হোম > অপরাধ > ঢাকা

প্রকৌশলীর স্বাক্ষর জাল করে ওয়াসা কর্মকর্তার রাস্তা খোঁড়াখুঁড়ি, ব্যবস্থা নেবেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে রাজধানীর বিভিন্ন সড়ক খননকে অত্যন্ত ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের সুযোগ থাকে না। একটা সংস্থা কীভাবে এ কাজ করতে পারে! এটা খুবই ন্যক্কারজনক ও দুঃখজনক।’

আজ মঙ্গলবার আজিমপুর আধুনিক নগর মার্কেটের উদ্বোধন ও দোকানের চূড়ান্ত বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।

ঢাকা ওয়াসার যে কর্মকর্তা স্বাক্ষর জালিয়াতি করেছেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘এ বিষয়টি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানাব। আশা করব মন্ত্রণালয় এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে।’

দোকান বরাদ্দ বিষয়ে মেয়র বলেন, এটি আগে তুলা মার্কেট নামে পরিচিত ছিল। মাত্র ১৫ জন দোকানি জরাজীর্ণ অবস্থায় এখানে ব্যবসা করতেন। আমরা যখন এ মার্কেট নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করি অনেকে শঙ্কিত ছিলেন। কারণ আগে দেখা যেত ক্ষতিগ্রস্তরা ক্ষতিগ্রস্তই থেকে যায়। এক মেয়র যায়, আরেক মেয়র আসে। ১৩, ১৫ এমনকি ১৮ বছরও পেরিয়ে যায়, কিন্তু মার্কেট নির্মাণ সম্পন্ন হয় না। স্বাভাবিকভাবে ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা ছিল তাঁরা ফিরে আসতে পারবেন কিনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমরা শুধু ক্ষতিগ্রস্তই না, ১১৭ জনের জন্য রুটি–রুজির ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা–৭ আসনের সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন