রাজবাড়ীর পাংশায় মাটি, বালি, ইটের গুঁড়া ও কুচি পাথরের সঙ্গে রং ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল সার ও কীটনাশক। রাজবাড়ীর পাংশায় এমন একটি অবৈধ সার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কারখানাটি উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর বাজার মাদ্রাসা সংলগ্ন পোস্ট অফিসের পেছনে বঙ্গবন্ধু নতুন বাজারে অবস্থিত। অভিযান পরিচালনার সময় কারখানার কাউকে পাওয়া যায়নি।
আজ শনিবার বেলা ১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন।
স্থানীয়রা জানান, বিগত তিন থেকে চার মাস যাবৎ কামরুল হাসান নামের এক ব্যক্তি বাজারের কয়েকটি ঘর ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করে আসছেন। কামরুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের ইসলাম শেখের (মৃত) ছেলে।
এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন সহ থানা পুলিশের একটি টিম।