Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

মাটি ইটের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছিল সার, কারখানা সিলগালা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

মাটি ইটের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছিল সার, কারখানা সিলগালা

রাজবাড়ীর পাংশায় মাটি, বালি, ইটের গুঁড়া ও কুচি পাথরের সঙ্গে রং ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল সার ও কীটনাশক। রাজবাড়ীর পাংশায় এমন একটি অবৈধ সার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

কারখানাটি উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর বাজার মাদ্রাসা সংলগ্ন পোস্ট অফিসের পেছনে বঙ্গবন্ধু নতুন বাজারে অবস্থিত। অভিযান পরিচালনার সময় কারখানার কাউকে পাওয়া যায়নি।

আজ শনিবার বেলা ১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন। 

অভিযান চালিয়ে অবৈধ সার কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালতসহকারী কমিশনার নুজহাত জানান, কারখানাটিতে নামীদামি ব্র্যান্ডের ওষুধ কোম্পানির মোড়ক, বস্তাভর্তি মাটি, বালি, ইটের গুঁড়া, কুচি পাথর ও রংসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পাওয়া গেছে। তবে কারখানায় কাউকে না পাওয়ায় স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হাসানের জিম্মায় কারখানাটি সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে আগামীকাল রোববার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যবস্থা নেবেন। 

স্থানীয়রা জানান, বিগত তিন থেকে চার মাস যাবৎ কামরুল হাসান নামের এক ব্যক্তি বাজারের কয়েকটি ঘর ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করে আসছেন। কামরুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের ইসলাম শেখের (মৃত) ছেলে। 

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন সহ থানা পুলিশের একটি টিম।

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার