হোম > অপরাধ > ঢাকা

স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার 

ধামরাই প্রতিনিধি

সাভারের ধামরাইয়ে নববধূ জুলেখা হত্যা মামলার প্রধান আসামি স্বামী মিরাজ শেখকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার ভোর ৪টার দিকে যশোর জেলার অভয়নগর থানার ভাঙ্গাগেইট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মিরাজ খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। মিরাজ সেখানকার একটি ইটভাটায় কাজ করতেন।

এদিকে নিহত জুলেখা ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। তিন মাস আগে তাঁদের বিয়ে হয়।

র‍্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিয়ের পর থেকেই মিরাজ জুলেখাকে সন্দেহ করে গালি ও মারধর করতেন। এ বিষয়ে ভুক্তভোগী তাঁর মায়ের কাছে নালিশ দিলে মিরাজ ক্ষিপ্ত হয়ে গত ২৬ অক্টোবর জুলেখাকে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় জুলেখার বড় ভাই মো. আল-আমিন মিরাজসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে ধামরাই থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নির্মল কুমাল দাস জানান, আসামিকে আদালতে পাঠানো হবে।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত