হোম > অপরাধ > ঢাকা

পরীক্ষা থামিয়ে ১০ মিনিট শিক্ষার্থীদের সদুপদেশ দিলেন ওসি!

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পরীক্ষা থামিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ১০ মিনিট সদুপদেশ দিলেন থানার ওসি! এমন ঘটনাই ঘটেছে শিবালয় উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে।

পরীক্ষা চলাকালীন হলে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন।

যৌন হয়রানি, বাল্যবিবাহ, মাদক, সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার, স্মার্টফোনের অপব্যবহার রোধ, সামাজিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন ওসি। 

আজ বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতেই এসব বক্তব্য দেন হাইওয়ে থানার ওসি। 

একাধিক শিক্ষার্থীর অভিভাবক আজকের পত্রিকাকে বলেন, ওসি শিক্ষার্থীদের উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন তার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনহিতকর। কিন্তু পরীক্ষা থামিয়ে এমন বক্তব্য দেওয়া কতটুকু যুক্তিসম্মত? 

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘পরীক্ষা চলাকালীন কক্ষে বক্তব্য দেওয়া আদৌ ঠিক হয়নি। তবে হাইওয়ে পুলিশের অনুরোধে আমি তাঁকে খুব অল্প সময়ের জন্য কথা বলার অনুমতি দিয়েছিলাম। ওসির বক্তব্যে যে সময় ব্যয় হয়েছে আমি শিক্ষার্থীদের জন্য তার দ্বিগুণ সময় বাড়িয়ে দিয়েছি।’ 

পরীক্ষা চলাকালীন ওসির বক্তব্য দেওয়াতে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে কি না এমন প্রশ্নে প্রধান শিক্ষক বলেন, ‘ছাত্র-ছাত্রীদের কন্ট্রোল করার জন্য ওসি সাহেব এমন বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে দিকে নজর থাকবে।’ 

এটা যে ঠিক হয়নি সে কথা অবশ্য স্বীকার করেছেন হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেনও। তিনি বলেন, ‘পরীক্ষা থামিয়ে আমার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। বিষয়টি পরে অনুধাবন করতে পেরেছি।’ 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক বলেন, ‘পরীক্ষা চলাকালীন হলে কোনো রকম বক্তব্য দেওয়ার বিধান নেই। পুলিশ কর্মকর্তা যদি এটি করে থাকেন তবে তিনি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এ কাজের জন্য অনুমতি দিতে পারেন না।’

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত