Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

মোটা অঙ্কের টাকা লেনদেনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান ডিএমপির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোটা অঙ্কের টাকা লেনদেনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান ডিএমপির 

মোটা অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের থানা-পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ব্যবসায়ীদের নিজস্ব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনেরও আহ্বান জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘ছিনতাইকারী অথবা ডাকাত চক্রের সোর্স ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকসহ বিভিন্ন জায়গায় রয়েছে। তাই বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন ও টাকা লেনদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে।’

ডিবি প্রধান বলেন, ‘আমরা পূর্ব থেকেই বলে আসছি, এ বিষয়ে থানা-পুলিশকেও নির্দেশনা দেওয়া আছে। যখন কোনো মোটা অঙ্কের টাকা লেনদেন হবে ব্যবসায়ীরা যেন পুলিশের সেবা নেয়। ব্যবসায়ীদের অনেক সময় হয়তো তাড়াহুড়ো থাকে, তাই পুলিশকে জানান না। তবে এ বিষয়ে অবশ্যই পুলিশকে জানালে ছিনতাই ও দস্যুতা থেকে রেহাই পাওয়া যায়।’ গত ১৩ নভেম্বরের কেরানীগঞ্জের এক মুদি ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তারের পর হারুন অর রশীদ এই পরামর্শ দেন।

ডিবি প্রধান আরও বলেন, ‘এ ধরনের ছিনতাই পূর্ব পরিকল্পিত। প্রতিটি এলাকায় এই চক্রের সোর্স থাকে। তাঁরা খোঁজ রাখে কোনো প্রতিষ্ঠানগুলো মোটা অঙ্কের টাকা লেনদেন করে। তারপর তাঁরা এলাকা রেকি করে ছিনতাই করে। যেখানে সিসি ক্যামেরা থাকে না সেই সব জায়গায় ব্যবসায়ীদের গতিরোধ করে ছিনতাই করে।’

হারুন অর রশীদ বলেন, ‘এসব ছিনতাইয়ের ঘটনায় এখনো আমরা ব্যাংক কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পাইনি। তবে ব্যাংক কর্মকর্তা ও শাখার ব্যবস্থাপকদের উচিত, তাদের যারা বড় গ্রাহক তাদের পুলিশ এসকর্ট নেওয়ার পরামর্শ দেওয়া। তাহলে এমন ছিনতাই থেকে রক্ষা পাওয়া যাবে।’ 

অবৈধভাবে মাটি বিক্রি বেড়িবাঁধের

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার

চাহিদা বেশি হালকা সুতি পোশাকের

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

উত্তরায় চাঁদাবাজির মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

বিজিবির কোয়ার্টারে অগ্নিকাণ্ড, নারী-শিশুসহ আহত ৪

শিশুটির অবস্থার উন্নতি চার আসামি রিমান্ডে

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ভাইরাল ভিডিওতে নারীদের লাঠিপেটা করা সেই যুবক গ্রেপ্তার