Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

বাসে জিম্মি করে ডাকাতির ঘটনায় আরও ৬ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসে জিম্মি করে ডাকাতির ঘটনায় আরও ৬ ডাকাত গ্রেপ্তার

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার এক বাসে ওঠার পর ভয়ানক এক ডাকাতদলের কবলে পড়েন এক ডাক্তার। বাসে ১২ ঘণ্টাব্যাপী ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বাসে যাত্রী তুলে ডাকাতির ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিম। 

আজ মঙ্গলবার ডাকাত চক্রের আরও ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহাদাত হোসেন সোমা। 

গ্রেপ্তারকৃতরা হলেন-চক্রের মূল হোতা রফিক, মজিদ, রাসেল, নাঈম, আলমগীর ও মোহিবুল। এদের মধ্যে গত বছর একটি ডাকাতির ঘটনায় রফিককে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানা-পুলিশ। 

এ বিষয়ে এডিসি শাহাদাত হোসাইন বলেন, গত ২০ জানুয়ারি দিবাগত রাতে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম তাঁর বন্ধুসহ উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর পেট্রলপাম্পের সামনে থেকে টাঙ্গাইলের উদ্দেশে আর কে আর পরিবহনে ওঠেন। পরে বন্ধুসহ তাঁকে বাসে ওঠামাত্রই ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই হাত ও চোখ বেঁধে ফেলে। এ সময় শফিকুল ইসলামদের সঙ্গে থাকা ১ লাখ ১৫ হাজার টাকা, বিকাশে থাকা ৫ হাজার টাকা ও ব্যাগে থাকা ২টি ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আরও ১ লাখ ৫০ হাজার টাকাসহ মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় ডাকাতদল। এ ঘটনায় একটি দলের মূল হোতাসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার চক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চক্রের সদস্যদের মধ্যে রফিক এর আগেও ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তিনি একটি দলের প্রধান বলে জানিয়েছেন। এ নিয়ে দুইটি ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চক্রের আরও বেশ কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা থানার মামলায় ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার, কালিয়াকৈর, মির্জাপুর, আশুলিয়া, কেরানীগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এই মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হবে। 

আগামীকাল বুধবার গ্রেপ্তার চক্রের সদস্যদের উত্তরা থানায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এই চক্রের বিষয়ে আরও জানতে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। 

শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ইয়াবার মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার, বাবা-মেয়ে গ্রেপ্তার

রাজধানীতে উপাধ্যক্ষকে খুনের দায় স্বীকার করে আদালতে দম্পতির জবানবন্দি

শরীয়তপুরে পদ্মা নদীতে বাল্কহেডডুবি, নিখোঁজ ২

ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি করতে পুলিশের অনুমতি নিতে হবে: ডিএমপি

ছয় ঘণ্টা পর দাবি পূরণের আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকেরা

পলক-সেলিমসহ ৫ জন বিভিন্ন মামলায় রিমান্ডে

ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাবির মার্কেটিং বিভাগের বিক্ষোভ-মানববন্ধন