হোম > অপরাধ > ঢাকা

সবুজবাগের গৃহবধূ তানিয়া খুন: এসি মিস্ত্রি বাপ্পির দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজকে খুনের ঘটনায় গ্রেপ্তার এসি মেরামতের মিস্ত্রি বাপ্পীর দুই সহযোগী হৃদয় ও রুবেলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান আজ বুধবার এই রিমান্ড মঞ্জুর করেন। 

আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, এসির মিস্ত্রি বাপ্পী এসি মেরামত করতে এসে তানিয়া আফরোজাকে খুন করেন। স্বর্ণালংকার, মোবাইল ও টাকা পয়সা নিয়ে যান। এই কাজে তাঁর সহযোগী ছিলেন হৃদয় ও রুবেল। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। 

উল্লেখ্য বাপ্পীকে গত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। খুনি ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছেন। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগ মতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস। 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত