হোম > অপরাধ > ঢাকা

সবুজবাগের গৃহবধূ তানিয়া খুন: এসি মিস্ত্রি বাপ্পির দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজকে খুনের ঘটনায় গ্রেপ্তার এসি মেরামতের মিস্ত্রি বাপ্পীর দুই সহযোগী হৃদয় ও রুবেলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান আজ বুধবার এই রিমান্ড মঞ্জুর করেন। 

আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, এসির মিস্ত্রি বাপ্পী এসি মেরামত করতে এসে তানিয়া আফরোজাকে খুন করেন। স্বর্ণালংকার, মোবাইল ও টাকা পয়সা নিয়ে যান। এই কাজে তাঁর সহযোগী ছিলেন হৃদয় ও রুবেল। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। 

উল্লেখ্য বাপ্পীকে গত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। খুনি ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছেন। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগ মতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস। 

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন