Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

যাত্রীবেশে রিকশা চুরি, চালকসহ গ্রেপ্তার ৩ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

যাত্রীবেশে রিকশা চুরি, চালকসহ গ্রেপ্তার ৩ 

যাত্রীবেশে দুই ব্যক্তি রিকশায় উঠে চালককে জানায় সামনে থেকে কিছু ভারী মালামাল নিতে হবে। কাঙ্ক্ষিত স্থানে গিয়ে সেই মাল নেওয়ার জন্য রিকশাচালকের সহায়তা নিয়ে মালামাল আনতে যায় এক যাত্রী। রিকশা পাহারা দেওয়ার ছলে বসে থাকা আরেক যাত্রী এই ফাঁকে নিজেই রিকশা চালিয়ে পালিয়ে যায়। সুযোগ বুঝে পালিয়ে যায় প্রথমে নেমে যাওয়া যাত্রীটিও। 

এ রকম নানা কৌশল অবলম্বন করে চুরি হওয়া ৯টি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন রিকশাচালকসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

আজ রোববার দুপুরে সাভারে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ শিরা হাবীব খান। 

রিকশা চুরির ঘটনায় সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশগ্রেপ্তারকৃতরা হলেন, গ্যারেজ মালিক শরিয়তপুর জেলার গোসাইরহাট নাগেরপাড়া গ্রামের মৃত. ইব্রাহিম বেপারীর ছেলে মো. বেলাল ওরফে বিল্লাল (৩৫), রাজধানীর বংশাল থানার রিকশাচালক মো. রিয়াজ জাবেদের ছেলে মো. হৃদয় জাবেদ (২৪) এবং শরিয়তপুর জেলার নড়িয়া থানার সুজাবাজ থানার মৃত. মইজ উদ্দিন বেপারীর ছেলে মো. দুলাল বেপারী (৪২)। তারা সবাই ঢাকার কেরানীগঞ্জে বসবাস করে সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতেন। এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয়ের কাজ করতেন। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’ 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ শিরা হাবীব খান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি হৃদয় নিজেও পেশায় রিকশাচালক। পার্ট টাইম হিসেবে রিকশা চুরির সঙ্গে জড়িত সে। বিল্লাল হলেন গ্যারেজ মালিক যিনি চুরির করা রিকশা কেনা-বেচা করতেন। আর দুলাল তাদের চক্রেরই এক সদস্য। তদন্ত শুরু হলে আমরা আরও রিকশা উদ্ধার করতে পারব। রিকশা চুরি চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে