হোম > অপরাধ > ঢাকা

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ: বাবুল চিশতির সর্বোচ্চ শাস্তি দাবি দুদকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে দুদক। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ যুক্তিতর্ক শুনানির সময় এই দাবি করেন রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোশারফ হোসেন কাজল।

এরপর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন।

যুক্তিতর্ক শুনানির সময় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি ও তাঁর ছেলে রাশেদুল হক চিশতিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা বাবুল চিশতির স্ত্রী রুজী চিশতি ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান আদালতে উপস্থিত ছিলেন। এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতিসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই বছরের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক শামসুল আলম চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও এসভিপি দেলোয়ার হোসেন ও সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাঁদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।

২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতিসহ ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকার অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির