Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

পাংশায় স্কুলশিক্ষক হত্যা: অস্ত্রসহ ৫ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

পাংশায় স্কুলশিক্ষক হত্যা: অস্ত্রসহ ৫ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। 

গ্রেপ্তার আসামিরা হলেন, কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামের শাকিবুল হাসান (১৮), আকাশ সরকার (১৯), রামপ্রসাদ সরকার (১৮), বিজয় কুমার সরকার (১৯) ও বাদল সরকার (১৯)। 

এ নিয়ে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, গত রোববার রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি ওই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনার পর তাঁর স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১টি একনলা বন্দুক ও দুইটি কার্তুজ জব্দ করা হয়। 

পুলিশ সুপার আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিরা হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূলত টাকা ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা প্রমুখ।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু