Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় স্বামীর ভাড়াটে খুনি দিয়ে স্ত্রী হত্যার ঘটনায় আরও চার ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি একনলা বন্দুক জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন—উপজেলার কলিমহর ইউনিয়নের নাওড়া বনগ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৪২), একই ইউনিয়নের নিভা গ্রামের ছাদেক আলী মন্ডলের ছেলে হারেজ আলী মন্ডল (৩৮), কামাল মন্ডলের ছেলে তুহিন মন্ডল (২০) ও চৌরাপাড়া গ্রামের মো. সুরোত আলী শেখের ছেলে সুজন (২৪)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে পাংশার পাট্টা ইউনিয়নের লিটন শেখের স্ত্রী রোজিনাকে তাঁর বাড়ি থেকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পাশের ওসমান মোল্লার বাঁশ বাগানে মধ্যে গলায় ওড়না দিয়ে ফাঁস ও মাথায় আঘাত করে হত্যা করে। 

এ ঘটনায় এর আগে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের মাধ্যমে জানা গেছে রোজিনার স্বামী মো. লিটন শেখ সৌদিপ্রবাসী। স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সাংসারিক ঝামেলার কারণে দেশে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে হত্যার পরিকল্পনা করে স্ত্রী রোজিনাকে হত্যা করায়। 

গতকাল বুধবার রাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও চার আসামিকে গ্রেপ্তার ও হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ৩ ফুট আকারের একটি একনলা বন্দুক জব্দ করা হয়। 

নিহত রোজিনা কালুখালী উপজেলার সাঁউরাইল ইউনিয়নের কুমড়ীরানী গ্রামের মো. আকবর খাঁর মেয়ে। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘হত্যাকাণ্ডের পর নিহত রোজিনার বাবা আকবর খাঁ অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আমরা অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করি। এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ