জুতার মধ্যে কৌশলে ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে র্যাব। তাঁর নাম শাহ আলম (৩০)। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়।
আজ সোমবার দুপুরে এ তথ্য জানান র্যাব-১০, সিপিসি-৩ এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার। এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটে অভিযান চালিয়ে একটি বাস থেকে ওই যুবককে আটক করা হয়।
শাহ আলম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আজু খাইয়া এলাকার বাসিন্দা।
র্যাবের এই কর্মকর্তা বলেন, শাহ আলম একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।