হোম > অপরাধ > ঢাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরের দিকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রুবেল হোসেন আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তিকে। তখন তিনি তাঁকে রিকশায় তুলতে গিয়ে দেখেন শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই রিকশাচালক ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বুক, পেট ও হাতে মোট তিনটি ছুরিকাঘাত রয়েছে। 

নিহত যুবকের সঙ্গে একটি বাসের টিকিট পাওয়া গেছে। সেখানে থেকে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদে নেমে গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

নরসিংদীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করা ফ্লাইটে বোমা মেলেনি

শাহবাগ মোড়ে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

কেয়া গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

গুলশানে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা-ডলার-ইউরো ছিনতাই

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামারের ভেতরে শ্রমিকের লাশ, গলায় আঘাতের চিহ্ন

বোমা হামলার হুমকিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চূড়ায় ঝুলছিল লাশ

বোমা হামলার হুমকি: রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকায় নিরাপদে অবতরণ

সেকশন