হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল ৮টি হাতবোমা, পরে নিষ্ক্রিয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশে পড়ে থাকা ৮টি হাতবোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ সোমবার বেলা ৩টায় ঢাকা থেকে ইউনিটটি এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। 

পুলিশ জানায়, সকালে উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকায় রাস্তার পাশে বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর  পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।  

বেলা ২টায় ঘটনাস্থলে উপস্থিত হয় বোম্ব ডিসপোজাল ইউনিট। বেলা ৩টা নাগাদ হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বোমাগুলো নিষ্ক্রিয় করার কথা নিশ্চিত করেছেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দুষ্কৃতকারীরা বোমাগুলো এই এলাকায় এনেছিল বলে আমরা ধারণা করছি। পুলিশি তৎপরতার কারণে তারা এগুলোর বিস্ফোরণ ঘটাতে না পেরে এখানে ফেলে গেছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘যারা এই এলাকায় বোমাবাজি করতে চেয়েছিল তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা করবে পুলিশ।’

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত