হোম > অপরাধ > ঢাকা

যাত্রাবাড়ীর ময়লার স্তূপে নারীর পোড়া মরদেহ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার স্তূপ থেকে আগুনে পোড়া অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানার পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ফারজানা আক্তার জানান, খবর পেয়ে গত রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার ডিপো থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া ছিল এবং মরদেহটিতে পচন ধরে গেছে। 

এসআই আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অনেক সময় ডিপোতে ময়লা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সেই আগুনেও তাঁর শরীর দগ্ধ হতে পারে। তবে সবকিছু মিলিয়ে আমরা তদন্ত করছি। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ এবং তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না বা অন্তঃসত্ত্বা ছিলেন কি না, সে বিষয়ে জানতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ

ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে

হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ