হোম > অপরাধ > ঢাকা

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১৫ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

আহতের মধ্যে আব্দুল বাতেন, রেজাউল হক, গিয়াস উদ্দিন, রমজান আলী, আউয়াল, মোসলেম উদ্দিন, মোস্তফা, ফারুক ও সোহরাব হোসেনের নাম জানা গেছে। 

তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গিয়াসউদ্দিন, রমজান, মোসলেম, মোস্তফা ও ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত মোসলেম বলেন, ‘শালমদী চকের মধ্যে একটি ফসলি জমির ১২ শতাংশ পৈতৃক ওয়ারিশ সূত্রে আমরা মালিক হয়েছি। ওই জমি বাতেনগং জোর করে দখলে রেখেছে। গত শুক্রবার জমিতে চারাগাছ রোপণ করে বাড়ি ফেরার পরেই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়।’ 

অন্যদিকে আহত বাতেন বলেন, ‘জমিটি দীর্ঘ ৪০ বছর ধরে আমি ভোগদখলে রয়েছি। হঠাৎ প্রতিপক্ষ রেজাউল ও তাঁর লোকজন জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাঁরা আমাদের লোকজনকে মারপিট করেন।’ 

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ

ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে