হোম > অপরাধ > ঢাকা

তুরাগে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. রাসেল (২২)। জানা গেছে, বন্ধু হৃদয়ের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রাসেল। এর জেরেই রাসেলকে খুন করেন হৃদয়। এই ঘটনায় হৃদয়ের স্ত্রীও আহত হয়েছেন। 

তুরাগ থানাধীন বৃন্দাবন এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলা করেছেন। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হৃদয়ের স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়া ছিল। এর জেরেই লোহার শাবল দিয়ে আঘাত করে রাসেলকে আহত করেন হৃদয়। এ সময় স্ত্রীকেও কুপিয়ে জখম করেন তিনি। আহত অবস্থায় রাসেল ও হৃদয়ের স্ত্রীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসমাউল হুসনা আজকের পত্রিকাকে বলেন, ‘বৃন্দাবনে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় নিহত রাসেলের বাবা বাদী হয়ে হৃদয়কে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। মামলা নং-৮ (১) ২২।’ 

মামলার এজাহারের বরাত দিয়ে এসআই বলেন, হৃদয় বাসায় গিয়ে তাঁর বউয়ের সঙ্গে রাসেলকে দেখতে পান। পরে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন হৃদয়। তখন ফোনে হৃদয় রাসেলের বাবাকে বলে, ‘আপনার ছেলে অসুস্থ। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে।’ পরে যাওয়ার পথে রাসেলের বাবা দেখেন তাঁর ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তবে খুনের মোটিভ এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত