Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

রূপনগরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন গ্রেপ্তার

ঢামেক প্রতিনিধি

রূপনগরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন গ্রেপ্তার

রাজধানীর রূপনগরে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। মামলায় অভিযুক্ত আব্দুল মান্নান (৬০) নামে ওই বাড়িরই দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঘটনাটি ঘটে। আজ রোববার শারীরিক পরীক্ষার ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

শিশুটির বাবা অভিযোগ করেন, রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের একটি দ্বিতল বাড়ির নিচতলায় ভাড়া থাকেন তাঁরা। শনিবার বিকেলে ওই বাড়ির দারোয়ান আব্দুল মান্নান শিশুটিকে ছাদে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তার মা খোঁজাখুঁজি শুরু করলে ছাদ থেকে অর্ধনগ্ন অবস্থায় মেয়েকে নেমে আসতে দেখেন। শিশুটিকে বাসায় নিয়ে তার কাছে মা সবকিছু জানতে চাইলে শিশুটি দারোয়ানের নাম উল্লেখ করে যৌন নিপীড়নের কথা জানায়। বিষয়টি শিশুটির বাবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দিলে রাতেই পুলিশ গিয়ে অভিযুক্ত মান্নানকে আটক করে থানায় নিয়ে যায়। 

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার রাতে ওই বাড়ি থেকে অভিযুক্ত দারোয়ান আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। শিশুটির বাবা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে