গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রমন চন্দ্র দাস নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে গৃহবধূর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত শনিবার উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। অভিযোগ ওঠা যুবক রমন চন্দ্র দাসের বাড়ি একই ইউনিয়নে।
গৃহবধূর বাবা বলেন, ‘আমার মেয়ে স্বামীর বাড়ি থেকে এসে এক মাস ধরে আমার বাড়িতে রয়েছে। গত শনিবার দুপুরে মেয়েকে রমনের ভাইয়ের দোকান থেকে আমার জন্য বিড়ি কিনে আনতে পাঠাই। এ সময় দোকানের ভেতরে রমন বসা ছিল। সে মেয়েকে দোকানের ভেতরে যেতে বলে। এরপর আমার মেয়ে দোকানের ভেতরে গেলে রমন মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।’
গৃহবধূর বাবা আরও বলেন, ‘দোকানের ভেতরে আমার মেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের জানিয়ে ন্যায়বিচার পেতে সোমবার লিখিত অভিযোগ দায়ের করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে রমন চন্দ্র দাসের মোবাইল ফোনে কল করা হলে এক ব্যক্তি বলেন, ‘রমন বাসায় নেই।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে গৃহবধূর বাবা সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’