রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘উইমেন্স ওয়ার্ল্ড’ নামে একটি বিউটি পারলারের বিভিন্ন কক্ষে গোপনে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ভিডিও ধারণের অভিযোগে এরই মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা প্রতিষ্ঠানটির কর্মচারী। পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
তবে পারলারের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা চৌধুরী কণা আলম এবং তাঁর মেয়ে তারকা রূপবিশেষজ্ঞ ও মেকওভার আর্টিস্ট ফারনাজ আলম এখনো অধরা। ফারনাজ প্রতিষ্ঠানটি পরিচালক। পুলিশ বলছে, দুজনকে ধরার চেষ্টা চলছে।
মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক নারীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা-পুলিশ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পারলারে অভিযান চালায়। এরপর পারলারের বিভিন্ন কক্ষ থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কর্মচারীরা স্বীকার করেছেন, পারলারে আগত বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের পোশাক পরিবর্তন ও ম্যাসেজ রুমে আপত্তিকর এবং স্পর্শকাতর ভিডিও অসৎ উদ্দেশ্যে ধারণ করা হয়েছে।
গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্প্রতি এক নারী ওই পারলারে যান। তিনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পারলারের মধ্যে গোপন সিসি ক্যামেরা থাকার বিষয়টি প্রথম তাঁর নজরে আসে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে সিসি ক্যামেরা জব্দ এবং তিনজনকে আটক করে। পরে এ ঘটনায় মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার তদন্তকাজ চলছে। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
ডিভিআরে থাকা ভিডিওর বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘জব্দ করা ডিভিআর আদালতের অনুমতি সাপেক্ষে ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।’
স্থানীয়রা জানান, ৭-৮ বছর ধরে তাঁরা পারলারটি দেখে আসছেন। প্রতিদিন বেলা ১১টার দিকে খোলা হতো পারলারটি। চালু থাকত রাত পর্যন্ত। এখানে তরুণী ও মধ্যবয়সী নারীরা বেশি আসতেন। বেশির ভাগের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে।
আজ রোববার উইমেন্স ওয়ার্ল্ডের ওয়ারী শাখার হটলাইনে ফোনকল করা হলে এক নারী রিসিভ করেন। তিনি বলেন, তাঁদের পারলার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। সেবাগুলোর মধ্যে রয়েছে ফেশিয়াল, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট। হেয়ার কাট ১ হাজার টাকা, আর হেয়ার কালার ৬ হাজার টাকা থেকে শুরু। হেয়ার কালারের জন্য অগ্রিম ৩ হাজার টাকা দিতে হয়।