কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দী মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা (৬২) ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, ‘সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই বন্দী। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে বন্দীকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রোকনুজ্জামান বলেন, ‘ওই বন্দী দীর্ঘদিন অসুস্থ। এর আগেও সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘ওই বন্দীকে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’