Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

বিয়েবাড়িতে তাণ্ডব, গ্রেপ্তার ৪ হিজড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিয়েবাড়িতে তাণ্ডব, গ্রেপ্তার ৪ হিজড়া

রাজধানীর মিরপুর থানার ৩ নম্বর সেকশন এলাকার একটি বিয়েবাড়িতে চাঁদা দাবি ও তাণ্ডব চালানোর অভিযোগে চার হিজড়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের ৮ নম্বর রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চাঁদার দাবিতে বিয়েবাড়িতে তাণ্ডবের অভিযোগে চার হিজড়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হিজড়ারা হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।

তিনি জানান, মিরপুর ৩ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এমন খবর পেয়ে দুপুরের দিকে হিজড়ারা ওই বাড়িতে যান। বাড়িতে গিয়েই তাঁরা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির বাসিন্দারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হিজড়ারা সেখানে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন মেয়ের বিয়ের আয়োজনকারী উর্মিলা দেড় হাজার টাকা দেন। কিন্তু এই টাকা পেয়ে হিজড়ারা আরও বেশি চিৎকার শুরু করেন এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করেন।

এ সময় ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেন উর্মিলা। এতে হিজড়ারা আরও ক্ষিপ্ত হয়ে যান। তাঁরা দরজায় ধাক্কা ও লাথি মারা শুরু করেন। একপর্যায়ে সেই ঘর বাইরে থেকে বন্ধ করে দিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন হিজড়ারা। পরে পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে এবং হিজড়াদের গ্রেপ্তার করে। হিজড়াদের দেওয়া সেই দেড় হাজার টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন