Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

গড়াই নদীর খাসজমিকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সহসভাপতি আজিজ মহাজনকে (৪৫) চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভূমিদস্যুরা। নিহত আজিজ মহাজন কোনাগ্রামের মৃত আজের মহাজনের ছেলে। 

রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান নিহতের বড় ভাই মো. আব্দুর রহমান। খাসজমির বিরোধ নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

মো. আব্দুর রহমান জানান, নিহত আজিজ মহাজন রোববার রাত ৭টার দিকে পার্শ্ববর্তী গ্রাম বড়াবিলা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে আসছিল। পথে বাঁশ ফেলে গতিরোধ করে তাকে রড দিয়ে প্রথমে কোনাগ্রাম গ্রামের ভূমিদস্যু শাহাদত হোসেনের ছেলে সাজিদ রাফি (৩০) তাকে মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর কোনাগ্রাম গ্রামের জাকির মন্ডলের ছেলে ইরান মন্ডল, আনোয়ার মন্ডলের ছেলে নিশাত মন্ডল (২৬) মৃত মালেক মহাজনের ছেলে রেজাউল মহাজন (৩০) সহ আরও ৭-৮ জন তাকে চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। 

তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকেও তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। এরপর রোববার দিবাগত রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। খুব দ্রুতই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন

অটোরিকশাচালকের হাত-পায়ের রগ কেটে হত্যা: মামলার পর মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারীরা

মামা বাড়িতে ইফতারের দাওয়াত খেতে গিয়ে হামলায় যুবক নিহত

শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত

দুদকের মামলায় আমানের আপিল শুনানি শেষ, রায় ৩০ এপ্রিল

শ্রীপুরে অটোরিকশাচালকের হাত-পায়ের রগ কেটে হত্যা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০, দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন দুই সহযোগীসহ গ্রেপ্তার