হোম > অপরাধ > ঢাকা

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আদলতে মামলা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নরসিংদী আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো অভিযুক্ত ব্যক্তির স্বজনেরা গৃহবধূর বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।

মামলার বিবরণ ও ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ নভেম্বর (বুধবার) বিকেল ৪টার দিকে নানার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরছিলেন ওই নারী। রাস্তায় শামীম ও আজিজুল ইসলাম নামের দুই যুবক ওই গৃহবধূর মুখ চেপে ধরে পাশের পেঁপেবাগানে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তাঁরা। 

এরপর গত ২৩ নভেম্বর (বুধবার) অভিযুক্ত দুই ব্যক্তি আবারও ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে বাড়ির অদূরে বাঁশঝাড়ের ভেতরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। যাওয়ার সময় গৃহবধূকে হুমকি দিয়ে বলেন, ‘এ ঘটনা কাউকে জানালে মেরে লাশ গুম করে ফেলব। ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব।’ 

এ ঘটনায় গত ১ ডিসেম্বর গৃহবধূ নিজেই বাদী হয়ে বীরগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম মিয়া (২০) এবং নজরুল ইসলামের ছেলে আজিজুল ইসলামকে (১৯) আসামি করে নরসিংদীর আদালতে ধর্ষণের মামলা দায়ের করেন। 

গৃহবধূর স্বামী বলেন, ‘থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। উল্টো আসামির লোকজনের মাধ্যমে প্রভাবিত হয়ে আমাদের ফেরত পাঠিয়ে দেয়। এ জন্য মামলা করতে দেরি হয়েছে।’ 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তা ছাড়া আদালত থেকেও কোনো নির্দেশনা পাইনি।’ 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত