Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

বাংলাদেশকে ব্যবহার করে কাতারে কোকেন পাচারকালে জব্দ, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে ব্যবহার করে কাতারে কোকেন পাচারকালে জব্দ, গ্রেপ্তার ৫

বাংলাদেশকে ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করে কাতারে পাচারের চেষ্টাকালে কোকেনের একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় আটক করা হয়েছে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ৫ জনকে। আটককৃতরা হলেন—মিন্টু কর্মকার (৩৪), এজাহার মিয়া (৩৮), মো. নাজিম উদ্দিন ওরফে মুন্না (৪০), মো. নাজিম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ মামুন (২৭)। তবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৩) নামে আরেক ব্যক্তি পলাতক।

অভিযানে চক্রের সদস্যদের কাছ থেকে ২৫০ গ্রাম কোকেন পাঁচটি মোবাইল ফোন ও ঢাকা মেট্রো-গ-৭৭৩৩ নম্বরের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর ডেমরার গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল এ তথ্য জানান। 

জাফরুল্ল্যাহ কাজল বলেন, ‘ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্বের নাগরিকেরা কাতারে যেতে শুরু করেছেন। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে কোকেনের চাহিদা তৈরি হয়েছে। ফলে চট্টগ্রামের একটি চক্র বিভিন্ন জায়গা থেকে কোকেন সংগ্রহ করে কাতারে পাচার করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পায় ডিএনসি। পরে সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত বাজারের বেপারী পাড়া রোডে ক্রেতা সেজে অভিযান চালিয়ে এই মাদক কারবারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।’ 

আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জাফরুল্ল্যাহ কাজল বলেন, ‘চক্রের সদস্য কক্সবাজারে গাড়িচালক হিসেবে কর্মরত পলাতক জাহাঙ্গীর আলম কক্সবাজারের গভীর সমুদ্রের একটি মাছ ধরার ট্রলার থেকে কোকেন সংগ্রহ করেন। কোকেনের চালানটি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। পাচার সফল করতে জাহাঙ্গীর তাঁর পরিচিতজনদের নিয়ে একটি চক্র গড়ে তোলে। ইতিপূর্বে ইয়াবার চোরাচালানে যুক্ত থাকলেও লোভের বশে অতিমূল্যের এই মাদক চোরাচালানে যুক্ত হয়েছে বলে জানা যায়।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাফরুল্ল্যাহ কাজল বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটকেরা জানিয়েছে—গভীর সমুদ্রের একটি মাছ ধরার ট্রলার থেকে কোকেনগুলো সংগ্রহ করা হয়েছে। কাতারগামী যাত্রীদের মাধ্যমে কোকেনের চালানটি দেশটিতে পাঠানোর পরিকল্পনা করেছিল চক্রটি।’ তিনি আরও জানান, গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে। এই অপরাধের সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। 

জব্দ কোকেনের দামের বিষয়ে ডিএনসি জানিয়েছে, আন্তর্জাতিক কালোবাজারি বিষয়ক তথ্য সংগ্রাহক ওয়েবসাইট ‘হ্যাভকস্কোপের’ তথ্যমতে প্রতি কেজি কোকেনের মূল্য আনুমানিক ১৯০ থেকে ৩৩০ ডলার। বাংলাদেশে পাচারকারীদের পর্যায়ে প্রতি গ্রামের মূল্য ৪০ হাজার টাকা। সেই হিসেবে জব্দকৃত আলামতের মূল্য প্রায় ১ কোটি টাকা। 

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি