Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

হরিরামপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি কবরস্থান থেকে রাতের আঁধারে ছয়টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৩০ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর দারুল আমান মুসলিম কবরস্থানে এ ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার কবরস্থানের কবরের মাটি ওপরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে দেখে দুটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। এ ছাড়া চারটি কবর খুঁড়ে আবার নতুন করে ঢেকে দেওয়া অবস্থায় দেখা গেছে। 

এর কয়েক মাস আগে তিন নারীর কবরও আংশিক খোঁড়া দেখা গেছে, তখন শিয়াল খুঁড়েছে বলে ধারণা করেছিল স্থানীয়রা। 

কবরস্থানের দেখভাল করেন স্থানীয় মোশাররফ হোসেন শিকদার। তিনি বলেন, ‘গতকাল রাতের কোনো এক সময় কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি হয়েছে। দুটি কবর খোঁড়া অবস্থায় এবং চারটি কবর খুঁড়ে আবার নতুন করে ঢেকে দেওয়া হয়েছে। সবগুলো পরুষের কবর ছিল। কয়েক মাস আগে তিন নারীর কবরও আংশিক খোঁড়া অবস্থায় দেখা গেছে।’ 

বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নু বলেন, ‘স্থানীয় বাসিন্দারা সকালে ঘটনাটি জানান। ছয়টি কবর খোঁড়া হয়েছে। এর আগেও ওই কবরস্থান থেকে তিনটি কবর খোঁড়া অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।’ 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘বলড়া ইউনিয়নের দানিস্তপুর কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।’ 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বলড়া ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাটি জানিয়েছেন। আমিসহ উপজেলা প্রশাসনের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি নারী কমিটির

মা-বাবা ছিলেন কাজে, ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত শিশু

অধ্যাপক আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য