Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

হরিরামপুরে কীটনাশক পানে কৃষকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুরে কীটনাশক পানে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুরে কীটনাশক পানে সাহেব আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ওই গ্রামের আঈয়ুব আলী আয়নালের ছেলে। 

নিহতের পরিবার জানান, উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদীনগর গ্রামে ধানখেতে কীটনাশক ছিটাচ্ছিলেন। এ সময় কীটনাশক পান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। 

নিহতের পরিবার আরও জানান, সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। পরে রাত ১২টার দিকে তাঁকে শরফদীনগর গ্রামের বাড়িতে নিয়ে আসেন। 

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, সাহেব আলী দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ধারণা করেছি। মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে। আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি