Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

বিমানযাত্রীর পরনে ১৬টি পোশাক, পোড়ানোর পর মিলল সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ

উত্তরা–বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

বিমানযাত্রীর পরনে ১৬টি পোশাক, পোড়ানোর পর মিলল সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদ মিয়া নামের এক যাত্রীর পোশাক পুড়িয়ে ৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের স্বর্ণ পাওয়া গেছে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় ওই যাত্রীকে আটক করা হয়। 

রাতে এসব তথ্য জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার। 

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, শারজাহ থেকে একটি বেসরকারি উড়োজাহাজে সকাল ৮টা ৪১ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মোহাম্মদ শহীদ মিয়া। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর কাস্টমস গোয়েন্দারা গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি ১০ গ্রাম স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। কিন্তু তল্লাশি করে পাওয়া যায় ৩০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। 

কাস্টমস কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, পরে তাঁকে আর্চওয়ে করানো হয়। পরনে অত্যধিক পরিমাণ জামাকাপড় দেখা যায়। ওই জামাকাপড়ের ওজনও অস্বাভাবিক পরিলক্ষিত হয়। পরে পোশাকগুলো খুলে স্ক্যান করানো হলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। 

পোশাকের গায়ে আটকানো ছিল স্বর্ণের গুঁড়াএই কাস্টমস কর্মকর্তা জানান, ওই যাত্রীর পরনে ছিল ১৬টি পোশাক। এর মধ্যে ৯টি শর্ট প্যান্ট, ৬টি স্যান্ডো গেঞ্জি, ১টি ফুল প্যান্ট। বিমানবন্দরের ক্যানোপি–১–এ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে পোশাকগুলো পোড়ানো হয়। পোড়ানোর পর ৪ কেজি ৪৯২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছ থেকে ৩০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা। স্বর্ণগুলো গুঁড়া করে বিশেষ কায়দায় পোশাকের গায়ে লাগানো ছিল।

পোশাকগুলো পুড়িয়ে পাওয়া গেল সাড়ে ৪ কেজি স্বর্ণজব্দকৃত স্বর্ণগুলো ঢাকার শুল্ক গুদামে রাখা হবে। সেই সঙ্গে স্বর্ণ চোরাচালানের অপরাধে আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা হবে বলে জানান কাস্টমস গোয়েন্দা প্রদীপ কুমার সরকার।

সাগর–রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিবি

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

কাপাসিয়ায় সরকারি ওষুধ মজুত করে নষ্ট করায় তদন্ত কমিটি গঠন

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স

গাজীপুরে তিন হত্যা মামলায় আওয়ামী লীগের ছয় নেতার হাজিরা

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পিছিয়ে ৬ মে

ইটনায় মাছ ধরা নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে তরুণ নিহত

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বনানী থেকে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎