Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

যৌনপল্লিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, একজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

যৌনপল্লিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে গুলি করে হত্যার দায়ে রাজবাড়ীতে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। মামলায় অন্য ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লার পাড়ার মো. হোসেনের ছেলে। 

নিহত ছাত্র একই ইউনিয়নের মোহন মণ্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগের ছাত্র ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর সাইফুল ইসলাম রিপন মণ্ডল ঢাকা থেকে নিজ গ্রাম দৌলতদিয়া আসেন। ওই দিন রাত ৩টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মণ্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ কাগজপত্র পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজবাড়ী আদালতের পিপি অ্যাডভোকেট উজীর আলী বলেন, রিপন হত্যাকাণ্ডের মামলায় ১৩ জন আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস দিয়েছেন বিচারক। মৃত্যুদণ্ড আসামি পলাতক রয়েছে। আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। 

তবে, যেহেতু ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, এতে যদি বাদীপক্ষ সন্তুষ্ট না হলে তারা উচ্চ আদালতে আপিল করতে পারেন।’

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ