হোম > অপরাধ > ঢাকা

যৌনপল্লিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, একজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে গুলি করে হত্যার দায়ে রাজবাড়ীতে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। মামলায় অন্য ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লার পাড়ার মো. হোসেনের ছেলে। 

নিহত ছাত্র একই ইউনিয়নের মোহন মণ্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগের ছাত্র ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর সাইফুল ইসলাম রিপন মণ্ডল ঢাকা থেকে নিজ গ্রাম দৌলতদিয়া আসেন। ওই দিন রাত ৩টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মণ্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ কাগজপত্র পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজবাড়ী আদালতের পিপি অ্যাডভোকেট উজীর আলী বলেন, রিপন হত্যাকাণ্ডের মামলায় ১৩ জন আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস দিয়েছেন বিচারক। মৃত্যুদণ্ড আসামি পলাতক রয়েছে। আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। 

তবে, যেহেতু ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, এতে যদি বাদীপক্ষ সন্তুষ্ট না হলে তারা উচ্চ আদালতে আপিল করতে পারেন।’

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত