Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

সোনারগাঁয়ে যৌতুকের জন্য গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয়ে যৌতুকের জন্য গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ 

যৌতুকের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুনু আক্তার (২২) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে এলাকায় চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

আজ শনিবার উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনু আক্তার উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আলী হোসেনের মেয়ে। তার একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই সোলায়মান জানান, ৪ বছর আগে পার্শ্ববর্তী সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামের দাইয়ানের ছেলে কবিরের সঙ্গে বিয়ে হয় তাঁর বোনের। বিবাহর সময় নগদ ৫ লাখ টাকা, ৬ ভরি ওজনের স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র যৌতুক হিসেবে দিয়ে দেওয়া হয়। কবির মাদকাসক্ত ও বেকার হওয়ায় তাঁর বোনকে বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য প্রায়ই মারধর করতেন। আজ শনিবার ভোর রাতে কবিরের সঙ্গে তাঁর বোনের ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে তাঁর বোনকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন কবির। পরে ঘরের ভেতরে জুনুর মরদেহ ফেলে ২ বছরের শিশুকে সঙ্গে নিয়ে বাড়ির সবাই পালিয়ে যান। 

এদিকে পাশের বাড়ির লোকজন ঘটনার আলামত দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জাকির রব্বানীর নেতৃত্বে গৃহবধূ মোসা. জুনু আক্তারের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জাকির রব্বানী বলেন, নিহতের শরীরের পিঠে ও বিভিন্ন স্থানে লীলাফুলা জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি