Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

আশুলিয়ায় বাসে আগুন: ভিডিও দেখে অপরাধী শনাক্ত করেছে পুলিশ  

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় বাসে আগুন: ভিডিও দেখে অপরাধী শনাক্ত করেছে পুলিশ  

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করেছে পুলিশ। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে পুলিশ।

সোমবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংস) এনামুল হক সাগর।

গত ২৯ জুলাই আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভুক্তভোগী বাসের চালক ঘটনার দিন আশুলিয়ায় থানায় ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাস্থলের একটি ভিডিও হাতে পায় পুলিশ। সেই ভিডিও পর্যালোচনা ও বিশ্লেষণ করে ঘটনার প্রায় ১০ দিন পর বিএনপির কয়েক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২৯ জুলাই ঘটনাস্থলের ভিডিও দেখে পুলিশ নিশ্চিত হয়েছে এ ঘটনায় জড়িতরা বিএনপির নেতা-কর্মী। ভিডিওতে তাদের স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান ও ধামরাই পৌর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অপূর্ব চন্দ্র দাসসহ আরো কয়েকজন। পুলিশ জানিয়েছে ভিডিও দেখে তাঁদেরসহ আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ।

এনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, আশুলিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিও আছে। সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

লালমাটিয়ায় তরুণীর ওপর ‘হামলা’: স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ালেন নারীরা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ