হোম > অপরাধ > ঢাকা

অপহরণ থেকে বাঁচতে অটোরিকশা থেকে লাফ দিল স্কুলছাত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অপহরণ থেকে বাঁচতে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এক স্কুলছাত্রী। আজ সোমবার সকালে বন্দরের মদনপুর-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটেছে। আহত ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জানায়, সকালে স্কুলে যাওয়ার জন্য মদনপুর স্ট্যান্ড থেকে অটোরিকশায় ওঠে ভুক্তভোগী শিক্ষার্থী। স্কুলে না নামিয়ে অটোচালক ভুক্তভোগীকে নিয়ে অটো চালাতে থাকেন। বারবার অটোরিকশা থামানোর অনুরোধ করেও কাজ হয়নি। তাকে অপহরণ করা হচ্ছে বুঝতে পেরে সে অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে। এতে সে আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মদনপুরের একটি হাসপাতালে ভর্তি করে। 

এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুরে বিদ্যালয় সংলগ্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। 

ধামগড় ফাঁড়ির পরিদর্শক ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘অটোরিকশাচালককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’ 

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ

ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে

হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ