Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

ঢামেকে লাশ আটকে টাকা দাবির অভিযোগ, কর্মচারী আটক

ঢামেক প্রতিবেদক

ঢামেকে লাশ আটকে টাকা দাবির অভিযোগ, কর্মচারী আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের স্বজনদের কাছ থেকে টাকা দাবি করার অভিযোগে খোকন লাল নামে এক স্টাফকে আটক করেছেন শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাশে মর্গ অফিসে ঘটনাটি ঘটে। 

ঢাকা মেডিকেলের মর্গ অফিসে দায়িত্বরত খোকন লাল নামে এক স্টাফ দুই মরদেহের স্বজনদের কাছে ১০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। 

গত ৫ আগস্ট যশোর কোতোয়ালি এলাকায় কোটা আন্দোলনের সময় একটি ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ওই ভবনে আটকে পরে দগ্ধ হয় সাকিব (১৮) নামে এক শিক্ষার্থী। সেদিন রাতেই স্বজনেরা সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সোয়া ৫টার দিকে মারা যান সাকিব। 

সাকিবের বাবা আলাল উদ্দিন জানান, তাঁদের বাড়ি যশোর জেলার কোতোয়ালির শংকরপুর গ্রামে। সাকিব গ্রামের একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। গত ৫ আগস্ট যশোর চিত্রার মোড়ে জাবেদ টাওয়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দগ্ধ হন সাকিব। তাঁকে রাতেই ঢামেক বার্ন ইউনিট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, সাকিবের শরীরের ৭৮ শতাংশ দগ্ধ হয়েছে। 

আলাল উদ্দিন অভিযোগ করেন, ছেলের মরদেহ হাসপাতাল থেকে বের করতে গিয়ে বিপাকে পড়তে হয়। একজন বলেন, ওইখানে যেতে, আরেকজন বলেন আরেকখানে যেতে। এইভাবে আমাদের দুই থেকে তিন ঘণ্টা পার হয়ে যায়। এ ছাড়া ট্রলিতে করে লাশ মর্গে নিয়ে আসার সময় টাকা দাবি করে। টাকার বিষয়ে মর্গ অফিসে দায়িত্বে থাকা খোকন লালকে দেখিয়ে দেন একজন। 

এ ছাড়া রাজধানীর মিরপুরে ভবন থেকে পরে নিহত জালাল (৪০) নামে এক শ্রমিকের স্বজনদের কাছেও ১০ হাজার টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে খোকন লালের বিরুদ্ধে। 

জালালের স্বজন আলমগীর হোসেন অভিযোগ করেন, গতকাল বৃহস্পতিবার মিরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন জালাল। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টার দিকে মারা যান। এরপর মরদেহ নিতে মর্গ অফিসে গেলে সেখানে দায়িত্বে থাকা খোকন লাল ১০ হাজার টাকা দাবি করেন। তিনি বলেন, ‘এখন পুলিশ নাই, লাশ নিতে দেরি হবে।’ পরে এক চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলে ৮ হাজার টাকায় রাজি হন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য মাহিম সরকার বলেন, ‘আমাদের এক ভাই যশোরে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। স্বজনেরা তাঁর মরদেহ নিতে গিয়ে বিভিন্ন হয়রানির স্বীকার হয়েছেন। এমনকি লাশ নিয়ে যেতে টাকাও দাবি করেন এক স্টাফ। আমরা তাঁকে ধরে ফেলেছি। তাঁর কাছে ১০ হাজার টাকার বেশি পাওয়া গেছে। তাঁর পরিচয় নিশ্চিত হয়েছি। তিনি একজন ক্লিনার।’ 

মাহিম আরও বলেন, ‘এর আগেও অনেক মৃতের স্বজনদের কাছ থেকে টাকা নিয়েছেন ওই স্টাফ। আজ আমরা তাঁকে ধরে ফেলেছি। সেনাবাহিনী আসছে এবং ঢাকা মেডিকেলের পরিচালকের সঙ্গে কথা হয়েছে।’ 

অভিযুক্ত খোকন লাল বলেন, ‘আমি কারও কাছে টাকা দাবি করি নাই। বাইরে থেকে কে বা কারা টাকা চেয়েছে সেটা আমার জানা নেই।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা খোকন লাল নামে এক স্টাফকে আটক করেছে। তাদের অভিযোগ, লাশের স্বজনদের কাছে টাকা দাবি করেছে। তাদের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

লালমাটিয়ায় তরুণীকে মারধর: স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে বিক্ষোভ, কুশপুত্তলিকা পোড়ালেন নারীরা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো