Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

ভবনের বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করবে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভবনের বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করবে র‍্যাব

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করবে র‍্যাব। এসব নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন খন্দকার আল মঈন।

কমান্ডার মঈন বলেন, ‘বিস্ফোরণের পর থেকে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে র‍্যাব তার সক্ষমতা অনুযায়ী উদ্ধারকাজ করে যাচ্ছে। র‍্যাবের বোম স্কয়াড, বোম ডিসপোজাল স্কয়াড ও ফরেনসিক টিম কাজ করে যাচ্ছে।’

উদ্ধার অভিযানে র‍্যাবের দুই ধরনের ডগ স্কয়াড কাজ করছে উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, ‘দুর্ঘটনাস্থলে র‍্যাবের দুই ধরনের ডগ স্কয়াড কাজ করছে। একটি হলো বিস্ফোরকজাতীয় দ্রব্য চিহ্নিত করতে পারে এমন ডগ, আরেকটি রেসকিউ বা উদ্ধারকাজে সহযোগিতা করতে পারে এমন ডগ। গতকাল বুধবার রাতে উদ্ধার হওয়া দুজনের মরদেহ আমাদের রেসকিউ ডগ স্কয়াডই শনাক্ত করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে।’

র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন বলেন, ‘আমাদের কাছে প্রাথমিক যে তথ্য রয়েছে, তাতে ধ্বংসস্তূপের মধ্যে এক বা একাধিক মরদেহ রয়েছে। আমরা ধারণা করছি, এটি ভবনের বেসমেন্টে রয়েছে। আমরা কাজ করছি।’

ভবনের বেসমেন্টে বোম ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক টিম কাজ করছে। সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো আমাদের ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে