Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: কিশোরগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: কিশোরগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু
সুজিত চন্দ্র দে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা কারাগারের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম সুজিত চন্দ্র দে (৪০)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

আজ বুধবার কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা হাজতির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সুজিত চন্দ্র জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ঠাকুরপাড়া গ্রামের মৃত বদির চন্দ্র দে ওরফে অধীর দের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মিঠামইন থানার একটি মামলার আসামি। সুজিত চন্দ্র গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ওই মামলা হয়।

জেল সুপার রীতেশ চাকমা বলেন, হাজতি সুজিত দে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। গতকাল রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বুয়েটে বিক্ষোভ

সাগর–রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিবি

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

কাপাসিয়ায় সরকারি ওষুধ মজুত করে নষ্ট করায় তদন্ত কমিটি গঠন

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স

গাজীপুরে তিন হত্যা মামলায় আওয়ামী লীগের ছয় নেতার হাজিরা

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পিছিয়ে ৬ মে

ইটনায় মাছ ধরা নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে তরুণ নিহত

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা