হোম > অপরাধ > ঢাকা

পাকুন্দিয়া স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আরিফ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ঝাউগারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা হয়। ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত বুধবার মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত আরিফ উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের মো. উজ্জল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বাড়ির পেছনের একটি জমিতে ঘাস কাটতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় আরিফ ওই স্কুলছাত্রীকে পাশের একটি সবজি বাগানে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে স্কুলছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান আরিফ। পরে স্থানীয় লোকজন ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান। 

এ ঘটনায় গত বুধবার সকালে আরিফকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে আরিফকে গ্রেপ্তার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর