হোম > অপরাধ > ঢাকা

খেতে না চাওয়ায় শিশুকে হত্যা: আদালতে সৎ বাবার স্বীকারোক্তি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে খেতে না চাওয়ায় তিন বছরের শিশু নামিরা ফারিজকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে সৎ বাবা আজাহারুল ইসলাম (২৭)।

নিহত শিশুটির মায়ের দক্ষিণখান থানায় করা হত্যা মামলায় দুই দিন রিমান্ড শেষে তাকে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর পরে আজাহারুল ইসলাম হাকিম আদালতের বিচারকের কাছে এ জবানবন্দি দিয়েছেন।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মোসাম্মত রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘দক্ষিণখানের আশকোনা এলাকায় সৎ বাবার হাতে তিন বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় বাবাকে দুই দিনের রিমান্ড শেষ আদালতে পাঠানো হলে হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে আজাহারুল ইসলাম।’

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে আজাহারের স্বীকারোক্তির বরাত দিয়ে এসআই রেজিয়া খাতুন বলেন, ‘ঘটনার দিন দুপুরে আজহার তাঁর তিন বছরের সৎ মেয়ে নামিরা ফারিজকে মারধর করেন। এরপর তিনি অফিসে চলে যান। পরে তার মা এসে নামিরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৎ মেয়ে নামিরা ফারিজ রাত আড়াইটার দিকে মারা যায়।’

উল্লেখ্য, দক্ষিণখানের আশকোনা একাডেমির গলির হেলাল উদ্দিনের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘটে। নিহত ওই শিশুটি হলেন, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ীর উত্তর বেতকা এলাকার আজাহারুল ইসলাম ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের তাসলিমা জাহান ইমার মেয়ে। আজহারুল হলেন নামিরা ফারিজের সৎ বাবা।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত