হোম > অপরাধ > ঢাকা

খেতে না চাওয়ায় শিশুকে হত্যা: আদালতে সৎ বাবার স্বীকারোক্তি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে খেতে না চাওয়ায় তিন বছরের শিশু নামিরা ফারিজকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে সৎ বাবা আজাহারুল ইসলাম (২৭)।

নিহত শিশুটির মায়ের দক্ষিণখান থানায় করা হত্যা মামলায় দুই দিন রিমান্ড শেষে তাকে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর পরে আজাহারুল ইসলাম হাকিম আদালতের বিচারকের কাছে এ জবানবন্দি দিয়েছেন।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মোসাম্মত রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘দক্ষিণখানের আশকোনা এলাকায় সৎ বাবার হাতে তিন বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় বাবাকে দুই দিনের রিমান্ড শেষ আদালতে পাঠানো হলে হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে আজাহারুল ইসলাম।’

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে আজাহারের স্বীকারোক্তির বরাত দিয়ে এসআই রেজিয়া খাতুন বলেন, ‘ঘটনার দিন দুপুরে আজহার তাঁর তিন বছরের সৎ মেয়ে নামিরা ফারিজকে মারধর করেন। এরপর তিনি অফিসে চলে যান। পরে তার মা এসে নামিরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৎ মেয়ে নামিরা ফারিজ রাত আড়াইটার দিকে মারা যায়।’

উল্লেখ্য, দক্ষিণখানের আশকোনা একাডেমির গলির হেলাল উদ্দিনের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘটে। নিহত ওই শিশুটি হলেন, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ীর উত্তর বেতকা এলাকার আজাহারুল ইসলাম ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের তাসলিমা জাহান ইমার মেয়ে। আজহারুল হলেন নামিরা ফারিজের সৎ বাবা।

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

এবার ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার আনিসুল

শাহবাগে বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

অটোমেশন প্রক্রিয়া চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে জাবি শিক্ষার্থীদের অবস্থান

বনানীতে ৯ দফা দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

সেকশন