হোম > অপরাধ > ঢাকা

অপহরণ করে আড়াই মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মো. সমির মিয়ার (৪৮) বিরুদ্ধে মোবাইলে পরিচয়ের পর দেখা করতে গেলে কিশোরীকে অপহরণের পর আড়াই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ রোববার কুলিয়ারচর থানায় ওই কিশোরীকে বাদী করে একটি মামলা রুজু করা হয়েছে।

অভিযুক্ত সমির মিয়া কুলিয়ারচর উপজেলার তাঁতারকান্দি গ্রামের মৃত মো. তারা মিয়ার ছেলে। 

ভুক্তভোগী কিশোরী সাংবাদিকদের অভিযোগ করে জানান, সমির মিয়ার সঙ্গে রং নম্বরে পরিচয় হয় তার। পরিচয়ের একপর্যায়ে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে দেখা করতে গিয়ে সে দেখে ওই লোকটি তার বাবার বয়সী। সে সময় ওই কিশোরী কথা না বলে চলে আসতে চাইলে তাকে রুমালে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে গাজীপুর সাইনবোর্ড এলাকার একটি বস্তিতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানে তাকে আড়াই মাস আটকে রেখে নিয়মিত ধর্ষণ করা হতো। এ ঘটনায় সমির মিয়াকে তিনজন সহযোগিতা করেন। 

ভুক্তভোগীর মা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ বিকেল ৩টায় আমার মেয়ে যখন নিখোঁজ হয় তখন থানায় একটি সাধারণ ডায়েরি করি। মেয়েকে খোঁজার সামর্থ্য আমার ছিল না। ঈদের আগে সমির মিয়া একা বাড়ি ফিরলে বিষয়টি পুলিশে জানাই। পরে পুলিশ সমির মিয়াকে চাপ দিলে দুই-একদিন পরই মেয়ে ফিরে আসে। ঈদের পরদিন গত বুধবার মেয়ে ফিরে আসার পর তার সঙ্গে হয়ে যাওয়া সব ঘটনা আমাকে খুলে বলে। তাকে আটকে রেখে মারধর ও নির্যাতনের অসংখ্য চিহ্ন এখনো শরীরে আছে। আমি অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। তবে প্রভাবশালী মহলের প্ররোচনায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। 

ভুক্তভোগীর মা আরও বলেন, এ ঘটনায় আজ কুলিয়ারচর থানায় আমার মেয়েকে বাদী করে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বর ২। 

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির